বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএজেএফ'র শোক

নিজস্ব প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএজেএফ'র শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

বিএজেএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক আবু খালিদ এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। তাঁর মতো আপসহীন নেত্রীর প্রয়াণে বড় ধরণের ক্ষতি হয়ে গেল। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিএজেএফ মনে করে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। বিশেষ করে সামরিক শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের গণমাধ্যমের স্বাধীনতা, কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার নেওয়া পদক্ষেপ ও উদ্যোগ দেশের মানুষ স্মরণ করবে।

পরিশেষে বিএজেএফ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

বার্তা প্রেরক-

মরিয়ম সেঁজুতি

দপ্তর সম্পাদক, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)

Read more — জাতীয়
← Home