বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ইন্টারনেট — সম্ভাবনার সাথে সাথে সচেতনতারও দরকার

১৮ আগস্ট ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ
ইন্টারনেট — সম্ভাবনার সাথে সাথে সচেতনতারও দরকার

ইন্টারনেট আধুনিক যুগের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। এটি মানুষের জ্ঞান, যোগাযোগ, শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। একজন গ্রামীণ কৃষক যেমন আবহাওয়ার তথ্য জেনে সময়মতো চাষ করতে পারছেন, তেমনি একজন শিক্ষার্থী ঘরে বসেই সারা বিশ্বের জ্ঞানভাণ্ডার ব্যবহার করতে পারছে।

তবে এ অমিত সম্ভাবনার সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ভুল তথ্য, গুজব, সাইবার অপরাধ, এবং আসক্তির মতো বিষয়গুলো আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহারে সচেতনতা জরুরি হয়ে পড়েছে।

তাই ইন্টারনেট ব্যবহারে প্রয়োজন সচেতনতা, নৈতিকতা, এবং প্রযুক্তিগত জ্ঞান। ইন্টারনেট যেন মানুষের উন্নয়নের হাতিয়ার হয়, বিপথে নেওয়ার নয় — এটিই হওয়া উচিত আমাদের সবার লক্ষ্য।

Read more — মতামত
← Home