বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ট্রান্সফরমার বিস্ফোরণ: দগ্ধ হয়ে ছেলের মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

উত্তরা প্রতিবেদক ২২ আগস্ট ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ
ট্রান্সফরমার বিস্ফোরণ: দগ্ধ হয়ে ছেলের মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় মেজবাহ উদ্দিন (২৮) নামের একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।

দগ্ধ বাকি দুজন, মোসলেম উদ্দিন (৬৫) এবং তার স্ত্রী সালমা বেগম (৫০), আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘটেছে এই দুর্ঘটনা।

নিহত মেজবাহ উদ্দিন দগ্ধ মোসলেম উদ্দিন-সালমা বেগমের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, তারা বাসাটির দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশে অবস্থিত ট্রান্সফরমারে মাঝরাতে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে লেগে থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনজনই দগ্ধ হন। ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানিয়েছেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের পুরো ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত।

Read more — জাতীয়
← Home