বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নতুন থ্রিলার ‘বিনোদিনী’

উত্তরা ডেস্ক ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
নতুন থ্রিলার ‘বিনোদিনী’

বঙ্গ নিয়ে এলো নতুন থ্রিলার ‘বিনোদিনী’। যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলবে, একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ংকর হতে পারে? এক রাতের ঘটনা।

দুজন ভিন্ন জগতের মানুষ, সাধারণ গেস্টহাউস কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্য তাদের এমন এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই। এরপর একের পর এক ঘটতে থাকা লোমহর্ষক সব ঘটনা দর্শকদের একটি নিখুঁত থ্রিলার গল্পের স্বাদ দেবে।

সৈয়দ ফরহাদের পরিচালনায় এবং মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বীর অনবদ্য অভিনয়ে ‘বিনোদিনী’ এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার, যা শিকার ও শিকারীর মধ্যকার পার্থক্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পলাশ কি পারবে এই রহস্যের জাল ভেদ করে সত্যটা খুঁজে বের করতে, নাকি এশার সঙ্গে সেও হারিয়ে যাবে অপরাধের গভীর অন্ধকারে? টানটান উত্তেজনার এই থ্রিলার ‘বিনোদিনী’  দেখা যাবে বঙ্গতে।

Read more — বিনোদন
← Home