বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল : শাওন

উত্তরা ডেস্ক ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল : শাওন

অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। সম্প্রতি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠক নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে এনসিপি নেতাদের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, “মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!” তিনি আরও লেখেন, “এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করছেন! উনার ভাষ্যমতে গত ১৫/২০ বছরে অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারে নাই! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নেবে।”

এর পর শাওন লেখেন, ‘৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস‍্যু’ও নাকি আছে যেটা ওনাদের মতে দ্রুত সলভ করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!

শাওনের পোস্টে অনেকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। কেউ প্রশ্ন তোলেন— “কেন পাকিস্তান? আপনাদের এই দায়িত্ব কে দিয়েছে?” আবার কেউ লেখেন— “পাকিস্তান চাই না, পাকিস্তানের কোনো ডিলও চাই না।”

এর আগে শনিবার (২৩ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান হাইকমিশনের আমন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন। আলোচনায় দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রসঙ্গ উঠে আসে।

এ সময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘৭১ ডিল’ শব্দটি ব্যবহার করেন। বিষয়টিকে ঘিরেই শাওনের এই প্রতিক্রিয়া আসে।

Read more — বিনোদন
← Home