বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

উত্তরা প্রতিবেদক ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ
হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এক হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার পুঠিয়া উপজেলার আগলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল ।

গ্রেপ্তার মো. ফয়সাল রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফয়সালকে দুর্গাপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ১৪ মে দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ১৫ মে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি ওয়াজেদ আলী ওই মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে ওয়াজেদ আলী এলাকায় অবস্থান করছিলেন। ১০ আগস্ট সকালে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে হোজা বিলে নিজস্ব পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ৩০–৩৫ জনের একটি দল লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Read more — মতামত
← Home