বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোরে নারায়নগঞ্জ নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ সোমবার আদালত তাকে জেলে পাঠায়। মোঃ রিয়াদ নামের এক যুবকের করা হত্যা চেষ্টা মামলায় আটক হলেন জাহিদ।

মামলা সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার দাপা ইদ্রাকপুর বেপারী পাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃ রিয়াদকে আটক জাহিদসহ কয়েকজন হত্যার উদ্দেশ্যে হামলা করে। রামদা, চাপাতি, ছুরি- চাকু, লোহার রড, কাঠের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। রামদার কোপে হাত কেটে যায় রিয়াদের। এ ঘটনায় মতি মিয়ার ছেলে জাহিদ (৩৫), শাহ আলমের ছেলে শাহিন (২৮) ও আল আমিন (৩০), মহিউদ্দিনের ছেলে মামুন (গরু মামুন)সহ অজ্ঞাত শহিদ ও ড্রাইভার শহিদ, লালচান (৩০), রাসেল শিকদারের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করে রিয়াদ।

জানতে চাইলে আহত রিয়াদ বলেন, আসামীরা বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে। আমি এলাকায় ইট বালু ব্যবসা করি এবং আমার এলাকার ছোট ভাই মোঃ আরিফ (২৩) নারায়ণগঞ্জ এলাকায় পরিচ্ছন্ন কর্মী। আরিফ প্রতিদিন এলাকার বিভিন্ন বাসা বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে ময়লা পরিষ্কারের কাজ করে। আর আসামীরা তাকে মিছিল মিটিংয়ে নিয়ে যেতে চায়। আর এই মিছিলে না যাওয়ার কারণে আরিফকে ধরে এলোপাথাড়ী মারপিঠ করে।

রিয়াদ আরো বলেন, তারা এক পর্যায়ে চাপাতি দিয়ে আরিফের মাথায় কোপ মারে। আরিফ বাম হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে চাপাতির কোপ আরিফের ডান হাতের কনুই এর নিচে লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এরপরও তারা লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। ৪-৫ জন মিলে লোহার রড দিয়ে এলোপাথাড়ী পিটিয়ে আরিফের দুই পায়ে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমি আরিফকে বাঁচাতে গেলে আমাকেও এলোপাতাড়ী কিল, ঘুঁষি মারে। আমার প্যান্টের পকেট থেকে ব্যবসায়ীক নগদ-৭২ হাজার ৭০০ টাকা, ডান পকেটে থাকা নগদ ১৪ হাজার ৩০০ টাকা, স্যামসাং স্মার্ট ফোন মূল্য অনুমান ১৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার বলেন, আমরা জাহিদকে আটক করেছি ৩ তারিখ। এরপর আদালতে সোপর্দ করা হয়। রিয়াদ নামের এক যুবকের করা হত্যা চেষ্টা মামলায় আদালত তাকে জেলে পাঠিয়েছে।

 

Read more — সারাদেশ
← Home