বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ৯ নভেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে     : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, 'আর একটা পে-কমিশনের ব্যাপার আছে; সেটা আমরা এখন কিছু বলতে পারি না। কারণ, ওটা দেখা যাক; কতদূর যায়। সেটা আগামী সরকারের..। আগামী সরকার হয়ত সেটা ইয়েস করতে পারে। যেহেতু আমরা ইনিশিয়েট করে ফেলেছি।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চালের দামও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে বলে স্বীকার করে তিনি বলেন, 'যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া বেড়েছে।'

বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল আমদানির ব্যবস্থাও চলছে। সার্বিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার, এবং বর্তমান পরিস্থিতিকে তিনি 'সন্তোষজনক' বলে উল্লেখ করেন।

Read more — জাতীয়
← Home