বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

গণভোট ইস্যুতে খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নাকি আলাদা সময়ে হবে- এই বিষয়টি নিয়ে শিগগিরই সরকার সামষ্টিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ
গণভোট ইস্যুতে খুব শিগগিরই  সিদ্ধান্ত আসবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করা বা আগে করার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকার একসঙ্গে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে। আপনাদেরকে খুব দ্রুতই এটা আমরা জানিয়ে দেবো।

নির্বাচনের আগে গণভোট করার কোনো যৌক্তিকতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার আমার কোনো সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এ বিষয়ে আলোচনা করবে। আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন।  

Read more — জাতীয়
← Home