বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫' কে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কে (বীর উত্তম) ঘিরে এক মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদের পাঠশালা ও ৭' নভেম্বর প্রজন্ম। সার্বিক সহোযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় বিএনপি পার্টি অফিসের সেমিনার কক্ষে।

প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি'র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ৭' নভেম্বর প্রজন্মের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয়তাবাদের পাঠশালার ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল হুদা বাবু, ৭' নভেম্বর প্রজন্মের সদস্য সচিব ও সাংবাদিক ইয়াছির ওয়ারদাদ তন্ময়, সাবেক ছাত্রদল নেতা সোলায়মান কবির, শামসুল আলম রানা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল,আহসানুল হক শুভ্র, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, মোহাম্মদ আবুল বাশার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, ডা আউয়াল,  সহ সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, আরিফ হাসান , যোগাযোগ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, মো জসিম উদ্দিন, ছাত্রদল নেতা, আজিজুল হক , সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক সহ-আইন সম্পাদক তিতুমীর কলেজ ছাএদল, মাসুদ রানা পাটোয়ারী 

যুগ্ম আহবায়ক, তিতুমীর কলেজ ছাত্রদল,  মঞ্জুর মোর্সেদ রিকি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আকরামুজ্জামান আজাদ খান, তিতুমীর কলেজ ছাত্রদল,  আশিকুল ইসলাম বিকন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সহ আরও অনেকে।

আয়োজকেরা জানান, মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) জীবনের অজানা গল্প, ঐতিহাসিক আখ্যান এবং প্রেরণাদায়ী ঘটনাবলীকে সৃজনশীল উপায়ে ক্যামেরার লেন্সে জীবন্ত করে তোলার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এই প্রতিযোগিতা।

দেশের ৬৪টি জেলার সকল সৃজনশীল স্টোরি টেলার, ভিডিও কন্টেন্ট নির্মাতা এবং ডকুফিকশন পরিচালকদের এই মহাপ্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা থেকে ১০১ জন সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি, সংগঠন দুটির লক্ষ্য রয়েছে এই কর্মসূচির মাধ্যমে ১০০০ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা।

উল্লেখ্য, এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সারাদেশে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Read more — রাজনীতি
← Home