বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা
পরিদর্শনে খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকার একটি স্থান পরিদর্শন করেন।

পরে তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের আরেকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুটি জায়গা দেখা হয়েছে। এর মধ্যে যেটি বেশি ফিজিবল, সেটিকেই বিবেচনায় নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যেন নতুন করে জমি অধিগ্রহণ করতে না হয়। বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে, সেগুলো ব্যবহার করা গেলে ভালো হয়। এজন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু ভোলায় গ্যাসের প্রাচুর্য রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব কি না, সেটি যাচাই করতেই আমাদের এই পরিদর্শন।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা জেলার বিভিন্ন গ্যাসক্ষেত্রে মোট গ্যাস মজুত রয়েছে প্রায় ২.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
← Home