বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জানিয়েছেন: জ্বালানি উপদেষ্টার

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, তোমাদের সিদ্ধান্ত কেবল তোমার নিজের ভবিষ্যতের জন্যই নয়, বরং জাতির ভবিষ্যতও গঠন করবে।

নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জানিয়েছেন: জ্বালানি উপদেষ্টার

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তরুণ প্রজন্মকে দুর্নীতির পরিবর্তে উদ্ভাবন ও উৎপাদনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আমরা সকলেই নিজেদের জন্য, আমাদের পরিবার ও জাতির জন্য সম্পদ তৈরি করতে চাই। কিন্তু মনে রাখবেন, দুটি উপায়ে সম্পদ অর্জন করা যেতে পারে।

এক হলো উদ্ভাবনের মাধ্যমে এবং দ্বিতীয় হলো উৎপাদনের মাধ্যমে অথবা দুর্নীতির মাধ্যমে। আমাদের অবশ্যই উদ্ভাবন ও উৎপাদনের পথে হাঁটতে হবে।

আজ বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা এখানে আমাদের পরিবার এবং জাতির জন্য সম্পদ তৈরি করতে এসেছি। আমি চাই তোমরা সম্পদশালী হও, কিন্তু আমার অনুরোধ উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তোমরা সে সামর্থ্য অর্জন করো।

এ সময় আগামীতে অর্থনীতির পরিবর্তিত চাহিদাগুলো তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের অর্থনীতি সংযোগের চেয়ে সক্ষমতাকে পুরস্কৃত করবে। তোমার অবস্থান নির্ভর করবে তুমি আসলে কী করতে পারো তার ওপর।

তিনি আরও বলেন, তরুণদেরকে কোডিং বুট ক্যাম্প, মাইক্রো-ক্রেডেনশিয়াল এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। যারা এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, নতুন কিছু সৃষ্টি করবে এবং সততা বজায় রাখবে, কেবল তারাই দীর্ঘমেয়াদে সফল হবে।

তিনি তরুণ প্রজন্মকে শর্টকাট পদ্ধতি পরিহার করে নৈতিকতা, সৃজনশীলতা এবং সৎ পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এর আগে জ্বালানি উপদেষ্টা বিশ্ববিদ্যালয়টি থেকে পাস করা শিক্ষার্থীদের হাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ এবং পদক তুলে দেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের ভাইস-চ্যান্সেলর অ্যাডাম হাবিব। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান ও অধ্যাপক এম আনোয়ার হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।

Read more — জাতীয়
← Home