বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

গাজীপুরে ঝুট গোডাউনে ফির আগুন

নিজস্ব প্রতিবেদক ১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ
গাজীপুরে ঝুট গোডাউনে ফির আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় মহানগরী কোনাবাড়ী আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৫টার সময় মহানগর কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Read more — জাতীয়
← Home