বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

পানিতে ডুবে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
পানিতে ডুবে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে জাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে এ ঘটনা ঘটে।  

এই দুজন হলো ধনারচর নতুন গ্রামের বাসিন্দা শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং আবু তালেবের ছেলে আবু ত্বহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ সকালে ওই দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা এক প্রতিবেশীর পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শাহবাব ও আবু ত্বহাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উভয় শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।

 

Read more — জাতীয়
← Home