বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের সামগ্রিক পরিস্থিতি, আগামী নির্বাচন মিলিয়ে তারেক রহমান দেশে ফেরার এই সিদ্ধান্ত নেন।

নিজস্ব প্রতিবেদক ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আজ শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার একদিন পর তারেক রহমানের দেশে ফেরার কথা জানালেন বিএনপি মহাসচিব।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে থেকেই তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন।

দেশে ফিরে গুলশানের ৭৯ নম্বর ও ১৯৬ নম্বর উভয় বাসা মিলিয়ে থাকবেন তারেক রহমান। তার নিরাপত্তা ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, তারেক রহমান দেশে ফিরলে তাকে বিশেষ নিরাপত্তা দেবে সরকার- এমন নিশ্চয়তা পেয়েছে বিএনপি। দেশে ফেরার পর তারেক রহমান গুলশানের ভাড়া বাসা ফিরোজা ও ১৯৬ নম্বর বাসা মিলিয়ে থাকবেন। বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির ওপর নির্মিত ১৯৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন। এই বাড়ির সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে।

Read more — জাতীয়
← Home