বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনও বড় ঘাটতি : উপদেষ্টা ফরিদা বললেন

নিজস্ব প্রতিবেদক ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনও বড় ঘাটতি : উপদেষ্টা ফরিদা বললেন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলবায়ু পরিবর্তনকে কেবল প্রযুক্তিগত বা অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। জলবায়ু ন্যায্যতাও তিনি জবাবদিহির জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। প্যারিস জলবায়ু চুক্তিসহ বৈশ্বিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনও বড় ঘাটতি রয়ে গেছে।

গতকাল শনিবার ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জলবায়ু ন্যায্যতা’ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ আয়োজিত দুই দিনব্যাপী এই সমাবেশে সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক জলবায়ু আন্দোলন কর্মী, গবেষক এবং জলবায়ু-ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিসহ প্রায় ২ হাজার মানুষ অংশ নেন। বক্তারা জলবায়ুসংক্রান্ত বৈশ্বিক প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে সবচেয়ে কম দায় থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় ভুক্তভোগী দেশ। 

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান হাওলাদার। ‘ধরা’র সদস্য সচিব শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সমাবেশে ফ্রেন্ডস অব দ্য আর্থের প্রধান নির্বাহী আসাদ রেহমান, টারা ক্লাইমেট ফাউন্ডেশনের ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর সাইনান হটন বক্তব্য দেন। আজ রোববার সমাবেশের দ্বিতীয় দিনে থিমেটিক সেশন, কর্মশালা ও নেটওয়ার্কিং আলোচনা অনুষ্ঠিত হবে।

Read more — জাতীয়
← Home