বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা সরকার করে যাচ্ছে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা সরকার করে যাচ্ছে : প্রধান উপদেষ্টা

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেছেন

। 

সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, 'জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এ বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের।'

অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিকে শুরু থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার এরইমধ্যে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।'

ড. ইউনূস বলেন, 'সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয় বিবেচনায় রয়েছে।'

Read more — জাতীয়
← Home