বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

দেড় যুগ পর নিজের মাতৃভূমিতে পা রাখলেন পরিবারসহ তারেক রহমান

মোহাম্মদ সোহেল ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
দেড় যুগ পর নিজের মাতৃভূমিতে পা রাখলেন পরিবারসহ তারেক রহমান

বেলা পৌঁনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তাঁকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। ঢাকায় অবতরণের আগে বিমানটি সিলেটে অবতরণ করেছিল। দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। বৃহস্পতিবার ভোর থেকে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে আসেন দলের নেতাকর্মীরা। সরেজমিনে দেখা যায়, গণসংবর্ধনার অনুষ্ঠানস্থলের মঞ্চ প্রস্তুত। মঞ্চে আছে ১৯টি চেয়ার। চারপাশে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রাজধানীর কুড়িলের সড়ক থেকে শুরু করে ৩০০ ফিট গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রদর্শন করা হয় বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে।

আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে। আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে।’ রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণসংবর্ধনায়  ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি। তারেক রহমান  বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

তিনি বলেন, ৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দিয়ে পরপর তিনবার তিনি বলেন, আমরা দেশের শান্তি চাই।

দেশকে গড়ে তোলার পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি মার্টিন লুথারের বক্তব্য ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তিটি উল্লেখ করে বলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান। এজন্য প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়, দেশবাসীর উদ্দেশে বক্তব্য শেষ করে।  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। হাসপাতাল থেকে যাবেন গুলশান-২ নম্বরের বাসভবনে।

 

 

সিলেটে পৌঁছে বিমান থেকে নামার আগে ক্যামেরাবন্দী হন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান

সিলেটে পৌঁছে বিমান থেকে নামার আগে ক্যামেরাবন্দী হন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান

 

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

 

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হতে হতে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হতে হতে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

 

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

 

দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

 

গণসংবর্ধানামঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তারেক

গণসংবর্ধানামঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তারেক

Read more — জাতীয়
← Home