বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ণ
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাত শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, বিকেল ৫টা ২৮ মিনেট আগুন লাগার খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট সেখানে রওনা দেয়। গুরুতর হওয়ায় আরও দুইটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। এ পর্যন্ত নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রয়োজন হলে আরও পাঠানো হবে।

রোজিনা আকতার আরও বলেন, বাণিজ্যিক ভবনটির আট তলা ভবনের ছাদের ওপর গোডাউন রয়েছে। সেখানে আগুন লাগে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

Read more — জাতীয়
← Home