বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

কৃষির টেকসই উন্নয়ন এখন সময়ের দাবি

সম্পাদক ১৮ আগস্ট ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ণ
কৃষির টেকসই উন্নয়ন এখন সময়ের দাবি

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। দেশের শতকরা প্রায় ৪০ ভাগ মানুষ এখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। একদিকে কৃষি আমাদের খাদ্য নিরাপত্তার মূল উৎস, অন্যদিকে এটি কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিন্তু প্রযুক্তির পরিবর্তন, জলবায়ুর বিরূপ প্রভাব এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা কৃষি খাতে নানা চ্যালেঞ্জ তৈরি করছে।

বর্তমানে আমাদের কৃষকরা নানা সমস্যার মুখোমুখি। উৎপাদনের খরচ বাড়ছে, অথচ ন্যায্য দাম পাচ্ছেন না। অনেক ক্ষেত্রেই তারা আধুনিক চাষাবাদ পদ্ধতির সুযোগ পাচ্ছেন না। ফলস্বরূপ, উৎসাহ হারাচ্ছেন অনেক তরুণ কৃষক। অথচ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করাটাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হতে পারে।

সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন — কৃষি ঋণ, ভর্তুকি, কৃষি কার্ড, এবং প্রশিক্ষণ কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এই উদ্যোগগুলোকে আরও বাস্তবভিত্তিক ও সময়োপযোগী করে তুলতে হবে। আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষকের দক্ষতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কাজ বাড়ানো জরুরি।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ঝুঁকি বাড়ছে — খরা, বন্যা, লবণাক্ততা — সেগুলো মোকাবিলায় কৃষি গবেষণার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। দেশীয় জাত ও প্রযুক্তির উন্নয়নে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরালো করা উচিত।

অতএব, কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের খাত হিসেবে নয়, বরং আধুনিক ও উদ্ভাবনী খাত হিসেবে বিবেচনা করে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে। প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বাজারমুখী কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াটাই হবে সময়োপযোগী পদক্ষেপ।

কৃষিকে বাঁচাতে পারলেই দেশ বাঁচবে।

Read more — সম্পাদকীয়
← Home