বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বহিষ্কার

উত্তরা ডেস্ক ১৯ আগস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ণ
এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির কেন্দ্রীয় (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্বপদ ও দায়িত্ব থেকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।

সোমবার ডাকসু নির্বাচনের জন্য ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিন সরকার।

স্বাধীন বাংলাদেশে ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহিন সরকার ওই প্যানেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এরপরই দল থেকে তার বহিষ্কারের এই আদেশ এল।

Read more — রাজনীতি
← Home