বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

উত্তরা প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণ ও জমার সময় এক দিন করে বাড়ানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুলসংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলেও কেউ কেউ হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার ও বুধবার বিকেল ৫টা করা হলো।

এর আগে গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, যা শেষ হয় আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায়। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

আগের তফসিল অনুযায়ী সোমবার পর্যন্ত ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য ৫৬৫ জন ও ১৮টি হলের হল সংসদের জন্য এক হাজার ২২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, আগামী বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত এসব প্রার্থী প্রায় দুই সপ্তাহ নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।

Read more — রাজনীতি
← Home