বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী: সুদানের সেনাবাহিনী

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার ঘটনায় বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দায়ী।

নিজস্ব প্রতিবেদক ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ণ
বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী: সুদানের সেনাবাহিনী

সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ বিদ্রোহীদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে এই হামলা ঘটলো। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের 'সবচেয়ে বড়' মানবিক সংকট বলে বর্ণনা করেছে।

সাম্প্রতিক সময়ে আল-ফাশের শহরে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে আরএসএফ-এর যোদ্ধারা। শহরটি পতনের পর দেশটিতে নতুনভাবে 'বিভাজন' স্পষ্ট হয়েছে।

পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান প্রদেশের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে। অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চলসহ রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে।

Read more — আন্তর্জাতিক
← Home