বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন

মোশাররফ হোসেন,কুয়েত থেকে ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ণ
কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

​স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

​পতাকা উত্তোলন শেষে কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) এহসান সাইফুর এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন প্রথম সচিব আতিকুল মামুন।

​অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন

অনুষ্ঠানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পাঠানো মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Read more — আন্তর্জাতিক
← Home