বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

এবার পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক

উত্তরা ডেস্ক ২২ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ণ
এবার পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে) ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর কয়েক ঘণ্টা আগে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ব্যাপক পরিসরে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি ব্যাপকভাবে গুরুত্ব পায়।

এই বৈঠকটি এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ও চাপের কারণে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, যুক্তি দেওয়া হচ্ছে যে, এসব কেনাকাটা ইউক্রেন যুদ্ধকে উসকে দিচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর একটি। ভূ-রাজনৈতিক অভিন্নতা, নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ এবং জনসাধারণের অনুভূতিই এই সম্পর্কের প্রধান চালিকাশক্তি।”

তিনি আরও বলেন, “ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বে অন্যতম স্থিতিশীল সম্পর্ক হিসেবেই পরিচিত।”

তিন দিনের রাশিয়া সফরে ২৬তম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন (আইআরআইজিসি-টেক)-এর বৈঠক সহ-সভাপতিত্ব করেন এবং মস্কোয় আয়োজিত ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামেও ভাষণ দেন জয়শঙ্কর। সূত্র: ইন্ডিয়া টুডে

Read more — আন্তর্জাতিক
← Home