বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

কলম্বিয়ায় হেলিকপ্টারে ড্রোন হামলা-গাড়ি বিস্ফোরণ, ১২ পুলিশসহ নিহত ১৮

বিদেশ ডেস্ক ২২ আগস্ট ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
কলম্বিয়ায় হেলিকপ্টারে ড্রোন হামলা-গাড়ি বিস্ফোরণ, ১২ পুলিশসহ নিহত ১৮

কলম্বিয়ায় একটি পুলিশের হেলিকপ্টারে ড্রোন হামলা ও সামরিক বিমান চলাচল স্কুলের কাছে গাড়ি বিস্ফোরণের পৃথক ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ আগস্ট) অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি এলাকায় কোকা পাতার চাষ ধ্বংসের অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলায় ভূপাতিত হয়। এতে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।

এর কয়েক ঘণ্টার মধ্যে কলম্বিয়ার তৃতীয় সর্বাধিক জনবহুল শহর কালিতে একটি সামরিক বিমান চলাচল স্কুলের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়। স্থানীয় মেয়রের কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭১ জন।

হেলিকপ্টারে ড্রোন হামলার ঘটনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সাবেক ফার্ক গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী অংশকে দায়ী করেছেন। এই গোষ্ঠী ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে কার্যক্রম চালিয়ে আসছে।

এর আগে ফার্ক গোষ্ঠীর সঙ্গে সংঘাতে কয়েক দশকে সাড়ে চার লাখের বেশি মানুষ প্রাণ হারান। এক দশক আগের ওই চুক্তির লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী এ সংঘাতের অবসান ঘটানো। চুক্তিতে সম্মত হয়ে ফার্ক সই করলেও এর একাংশ তা প্রত্যাখ্যান করে।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে পেট্রো লিখেছেন, অ্যান্টিওকিয়ার উত্তরের একটি এলাকায় কোকা পাতা ধ্বংসের জন্য কর্মী পরিবহনের সময় পুলিশ হেলিকপ্টারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হেলিকপ্টারটি কোকা পাতার ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ড্রোন হামলা চালায়।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় পুলিশ হেলিকপ্টারে আগুন ধরে যায়।

Read more — আন্তর্জাতিক
← Home