বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাড়িয়েছে ৩৩৬, এখনো নিখোঁজ ২৭৯ জন

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৬ জনে দাঁড়িয়েছে। রোববার (৩০ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ান্তো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাড়িয়েছে ৩৩৬, এখনো নিখোঁজ ২৭৯ জন

মালাক্কা প্রণালীতে বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ফলে গত এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড়-সৃষ্ট মুষলধারে বৃষ্টিপাতের কবলে পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান জানান, ইন্দোনেশিয়ার পশ্চিমতম অঞ্চল সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশ থেকে প্রায় ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু শত শত লোক এখনো আটকা পড়েছে এবং কমপক্ষে ২৭৯ জন নিখোঁজ রয়েছে।

দ্বীপের রাস্তাঘাট বিচ্ছিন্ন এবং যোগাযোগ অবকাঠামো ধ্বংসের কারণে উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে সেখানে ত্রাণ সরবরাহ করেছে।

সুহারিয়ান্তো বলেন, আমরা উত্তর তাপানুলি থেকে সিবোলগা (উত্তর সুমাত্রা প্রদেশে) যাওয়ার রুটটি খোলার চেষ্টা করছি। উদ্ধারকারী বাহিনী ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে।

অপরদিকে, থাই সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, থাইল্যান্ডের মালাক্কা প্রণালীজুড়ে- দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

 

Read more — আন্তর্জাতিক
← Home