বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে,ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

নিজস্ব প্রতিবেদক ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ণ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে,ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

 অবশেষে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মাঠের খেলা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি নিয়ে জাঁকজমকপূর্ণ উন্মোচনের রেওয়াজ থাকলেও বিপিএলে দেখা গেল উল্টো চিত্র। 

বিদেশ থেকে নির্ধারিত সময়ে এসে না পৌঁছানোয় ট্রফি ছাড়াই শুরু হয়েছে এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণে প্রথম দিনের ম্যাচটি শুরু হয়েছে দুপুর ৩টায়।

বিপিএলের এবারের আসর শুরু হয়েছে বেশ সাদামাটা আয়োজনে। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় পূর্বনির্ধারিত বড় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ট্রফির অনুপস্থিতি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন বা ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠিত হয়। কিন্তু বিদেশ থেকে ট্রফি এসে না পৌঁছানোয় গতকাল সেই আনুষ্ঠানিকতাও হয়নি। ট্রফি ছাড়াই মাঠে গড়িয়েছে বল।

ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এরপর পবিত্র কোরআন তিলওয়াত করা হয়। খেলা আনুষ্ঠানিক শুরুর আগে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সবাই। এরপর হাজারো বেলুন উড়িয়ে বিপিএলের দ্বাদশ আসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মাঠের লড়াইয়ের বিরতিতে দর্শকদের জন্য থাকছে বাড়তি বিনোদন। প্রথম ইনিংসের বিরতিতে গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। এছাড়া থাকছে আলোক প্রদর্শনীর ব্যবস্থাও।

Read more — খেলাধুলা
← Home