বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীকে অল্প রানে আটকাল রাজশাহী

নিজস্ব প্রতিবেদক ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ
নোয়াখালীকে অল্প রানে আটকাল রাজশাহী

বিপিএলে প্রথমবার আসা নোয়াখালী এক্সপ্রেস প্রথম দুই ম্যাচেই হেরেছে। অধিনায়ক বদল করে তৃতীয় ম্যাচে খেলতে নেমেও ব্যাকফুটে দলটি। হায়দার আলীর দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ উইকেটে ১২৪ রান তুলতে পেরেছে।

সোমবার সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার হাবিবুর রহমান সোহানকে হারায় নোয়াখালী। ১৮ রানে প্রথম উইকেট হারানো দলটি পঞ্চম ওভারের প্রথম বলে দলীয় ৩৭ রানে হারায় সাব্বির হোসেনকে।

ওপেনার মাজ সাদাকাত, চারে নামা মাহিদুল অঙ্কন ও পাঁচে নামা হায়দার আলী ছোট ছোট ইনিংস খেললেও দল বড় রানে ওঠার পথ পায়নি। সাদাকাত ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৫ রান করেন। মাহিদুল অঙ্কনের ইনিংস ছিল ওয়ানডে গতির। তিনি ২৭ বলে ২২ রান যোগ করেন।

সৈকত আলীর জায়গায় নোয়াখালীর নেতৃত্বভার পাওয়া পাকিস্তানি ব্যাটার হায়দার আলী দলের পক্ষে ২৮ বলে সর্বাধিক ৩৩ রান যোগ করেন। চারটি চারের শট খেলেন তিনি। জাকের আলী (৬) ব্যর্থতার বৃত্তেই বন্দী থাকেন। শেষটায় মেহেদী রানা ১১ রান যোগ করেন।  

নোয়াখালীর ইনিংস ধসিয়ে দিয়েছেন রাজশাহীর পেসার রিপন মন্ডল। তিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। জাতীয় দলের পেসার তানজিম সাকিব ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। বিনুরা ফার্নান্দো ও হুসেইন তালাত একটি করে উইকেট নেন। 

Read more — খেলাধুলা
← Home