বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

বিপিএলের জন্য দুবাই থেকে হীরা খচিত ট্রফি আনছে বিসিবি

(২৬ ডিসেম্বর) দুপুরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

নিজস্ব প্রতিবেদক ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
বিপিএলের জন্য দুবাই থেকে হীরা খচিত ট্রফি আনছে বিসিবি

বিপিএল শুরুর আগেই ট্রফি এসেছিল বাংলাদেশে। কিন্তু সেটা পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। তাই নতুন করে আবারও ট্রফি বানানো হচ্ছে। এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে যে ট্রফিটা ছিল সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।

তিনি আরও বলেন, ‘এ জন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতোই না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার।’

হীরা খচিত ট্রফি তৈরিতে খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ টাকা। ট্রফির মান নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমরা ট্রফিটা অর্ডার করেছি। এটা ডায়মন্ড খচিত। ট্রফি বানানোর খরচ ২৫ হাজার মার্কিন ডলার। সাখাওয়াত ভাই যেটা বলল আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে।’

Read more — খেলাধুলা
← Home