বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

দ্রুততম মানবের হারানো মুকুট ফিরে পেলেন ইমরানুর

উত্তরা ডেস্ক ২৩ আগস্ট ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ
দ্রুততম মানবের হারানো মুকুট ফিরে পেলেন ইমরানুর

চোটের কারণে গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে দৌড়াতে পারেননি ইমরানুর রহমান। লন্ডনে পুনর্বাসন আর অনুশীলনেই কাটছিল তার সময়। সেখান থেকে নিজেকে ঝালিয়ে নিতে একবার গিয়েছিলেন চীনেও। লক্ষ্য ছিল একটাই, দেশের দ্রুততম মানবের খেতাব আবার নিজের দখলে আনা। অবশেষে সেই লক্ষ্য পূরণ করলেন ৩২ বছর বয়সী স্প্রিন্টার।

প্রতিযোগিতার প্রথম দিনেই সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দৌড়ানো ইমরানুর। তিনি প্রতাশা মিটিয়েছেন পুরোপুরি। ১০০ মিটার স্প্রিন্টে সহজেই জিতেছেন সোনা। সময় নিয়েছেন ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিংয়ে)।

এই ইভেন্টে সেনাবাহিনীর আবদুল মোতালেব হয়েছেন দ্বিতীয় (১০.৮৬ সেকেন্ড)। আর গত আসরের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল হয়েছেন তৃতীয় (১০.৮৮ সেকেন্ড)।

২০২২ সালে বাংলাদেশের জাতীয় অ্যাথলেটিকসে অভিষেকেই সবাইকে চমকে দিয়েছিলেন ইমরানুর। ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতে হয়েছিলেন দেশের দ্রুততম মানব। সেই ধারাবাহিকতায় অল্প সময়েই তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ জায়গা করে নেন।

২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সোনা জিতে রীতিমতো ইতিহাস গড়েন ইমরানুর। তখন এশিয়ান র‍্যাঙ্কিংয়ে উঠে যান যৌথভাবে শীর্ষে।

শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা এই প্রবাসী বাংলাদেশি শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি পেয়েছেন। গত ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে দৌড়াতে না পারায় খেতাব হারালেও আজ প্রমাণ করলেন, দেশের দ্রুততম মানব এখনও তিনি-ই।

 

Read more — খেলাধুলা
← Home