বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

হংকংয়ের এশিয়া কাপ দলে আছেন যারা

উত্তরা ডেস্ক ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ
হংকংয়ের এশিয়া কাপ দলে আছেন যারা

এশিয়া কাপের জন্য ইয়াসিম মুর্তজার নেতৃত্বে দল ঘোষণা করেছে হংকং ক্রিকেট বোর্ড। ২০ সদস্যের দলটিতে অভিজ্ঞতা ও প্রতিভাবান ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছে তারা।

দলে আছেন আংশুমান রথ, মোহাম্মদ আইজাজ খান, বাবর হায়াতদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া রাখা হয়েছে এহসান খান, কিঞ্চিত শাহ, নাসরুল্লাহ খানদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে হংকং। গ্রুপে তাদের ৩ প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বিপক্ষে মাঠে নামবে হংকং। ১১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকং।

এশিয়া কাপের জন্য হংকং স্কোয়াড: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলী, নিজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েটজি, আংশুমান রথ, কালহান মার্ক চাল্লু, আয়ুশ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আনাফ মোহাম্মদ হাসান, ওয়াসফুল হাসান, আনিসুল হক, মোহাম্মদ আরশাদ খান, এহসান খান।

 

Read more — খেলাধুলা
← Home