বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

এশিয়া কাপের আগে স্পন্সর হারাল ভারত

উত্তরা ডেস্ক ২৫ আগস্ট ২০২৫, ০৮:১৫ অপরাহ্ণ
এশিয়া কাপের আগে স্পন্সর হারাল ভারত

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটির আগে একটি দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় দলকে। যদিও সেটা বাইশ গজ নয়- বাইরের ঘটনাকে কেন্দ্র করে।

এশিয়া কাপের আগে স্পন্সর হারিয়েছে ভারত। কিছুদিন আগে ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল ২০২৫’ পাস করেছে ভারতীয় সরকার। এই আইনে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় দলের টাইটেল স্পন্সর ‘ড্রিম ১১’ তেমনই এক অ্যাপ।

ভারতীয় সরকারের নতুন আইনের কারণে বড় বাজার হারিয়েছে ফ্যান্টাসি স্পোর্টস জায়ান্ট ড্রিম ১১’। রাজস্বে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আছে প্রতিষ্ঠানটি। তাই ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ‘ড্রিম ১১’ জানিয়ে দিয়েছে- তারা আর স্পন্সর থাকতে পারবে না। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

২০২৩ সালে বিসিসিআইয়ের সঙ্গে ৩ বছরের চুক্তি করে ‘ড্রিম ১১’। এই চুক্তিতে ৩৫৮ কোটি রুপি পাওয়ার কথা ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। যদিও এক বছর আগেই সরে দাঁড়াল ‘ড্রিম ১১’। তাই এশিয়া কাপের আগে তড়িঘড়ি করে নতুন টাইটেল স্পন্সর খুঁজতে নামছে বিসিসিআই।

 

Read more — খেলাধুলা
← Home