বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

দ্বিতীয় ওয়ানডে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এক পেসার

নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এক পেসার

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন। জেডেন সিলসের জায়গায় ঢুকেছেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।

বাংলাদেশ একাদশ

এক পেসার নিয়ে নামছে বাংলাদেশ

টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ, ‘তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ।’

অর্থাৎ, আজ দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ।

টস জিতেছে বাংলাদেশ

টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টসে মুদ্রা নিক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

টসে মুদ্রা নিক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজশামসুল হক

আজ উইকেট অতটা কালো নয়

শেরে বাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, শেরে বাংলা স্টেডিয়ামের আবহাওয়া আজও রৌদ্রজ্জ্বল। তবে প্রথম ওয়ানডের তুলনায় আজ উইকেট অতটা কালো নয়। ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছেন, স্পিনাররা হাত ঘুরিয়েছেন। বাকিরা শুধু ফিল্ডিং অনুশীলন করছেন।

 

Read more — খেলাধুলা
← Home