বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ওয়ানডেতে শূন্য কোহলি

ওয়ানডেতে ১৮ বার শূন্য রানে আউট হয়ে সাচিন টেন্ডুলকারের শূন্যের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন ভিরাট কোহলি।

নিজস্ব প্রতিবেদক ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ
ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ওয়ানডেতে শূন্য কোহলি

জেভিয়ার বার্টলেটের ভেতরে ঢোকা বল পায়ে লাগতেই আবেদন হলো চারপাশ থেকে। আম্পায়ারের আঙুল উঠতেও সময় বেশি লাগল না। অপর প্রান্তে থাকা রোহিত শার্মার সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে মাঠ ছাড়লেন ভিরাট কোহলি। এমন এক অভিজ্ঞতা হলো তার, ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে যা হয়নি আগে।

অবিশ্বাস্য হলেও সত্যি, ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান টানা দুই ম্যাচে আউট হলেন শূন্য রানে। ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই তেতো স্বাদ প্রথমবার পেলেন কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার অ্যাডিলেইডে চার বলে শূন্য করে বার্টলেটের বলে এলবিডব্লিউ হন কোহলি। সিরিজের প্রথম ম্যাচে মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে তিনি ফিরেছিলেন আট বলে শূন্য করে।

কোহলির ওয়ানডে ক্যারিয়ারের অষ্টাদশ শূন্য এটি। ভারতের হয়ে এই সংস্করণে শূন্যের রেকর্ডে এথন তিনি যৌথভাবে তিনে।

১৮ বার শূন্যতে ফিরেছেন ইউভরাজ সিং ও আনিল কুম্বলেও। ১৯ বার শূন্য করেছেন জাভাগাল শ্রিনাথ।

ভারতের হয়ে সবচেয়ে বেশিবার শূন্যতে ফেরার রেকর্ডটি ওয়ানডে ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের। ২০ বার শূন্যতে কাটা পড়েছেন সাচিন টেন্ডুলকার।

বলার অপেক্ষা রাখে না, টেন্ডুলকার-কোহলিরা অনেক ইনিংস খেলেছেন বলেই শূন্যের রেকর্ডেও তারা ওপরের দিকে।

টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়া কোহলি এখন ছুটছেন তার শূন্যের রেকর্ড ভেঙে দেওয়ার দিকেও।

তিন সংস্কর মিলিয়ে কোহলির শূন্য এখন ৪০টি। এখানে তিনি ভারতের হয়ে যৌথভাবে দুইয়ে আছেন ইশান্ত শার্মার সঙ্গে।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্যতে ফেরার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি জাহির খানের। ৪৩ বার এই অভিজ্ঞতা হয়েছে সাবেক পেসারের।

ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্যের বিশ্বরেকর্ড সানাৎ জায়াসুরিয়ার (৩৪ বার)। তিন সংস্করণ মিলিয়ে রেকর্ডটি আরেক শ্রীলঙ্কান মুত্তাইয়া মুরালিদারানের (৫৯ বার)।

Read more — খেলাধুলা
← Home