বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ম্যানসিটির ব্যর্থতার দিনে আর্সেনালের জয়

নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
ম্যানসিটির ব্যর্থতার দিনে আর্সেনালের জয়

রুবেন দিয়াস ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তাতে কাজের কাজ কিছুই হয়নি। কারণ, ম্যাটি ক্যাশ আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন লক্ষ্য। ম্যানসিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা বারের ডান দিকে ঝুঁকে থাকার সুযোগটি কাজে লাগান অ্যাস্টন ভিলা ডিফেন্ডার। তাঁর বুলেটগতির শট দিয়াসের দু’পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যবেধ করে ম্যানসিটি জালে।

তাতেই উল্লাসে ফেটে পড়ে ভিলা পার্কে আগত সংখ্যাগরিষ্ঠ সমর্থক। নিজ দলের সমর্থকদের আনন্দ দিতে পেরে বেজায় খুশি ক্যাশ নিজেও। ব্যাটিং স্টাইল কিংবা গলফে বলে হিটিংয়ের মতো করে উদ্‌যাপন করেন তিনি। তার একমাত্র গোলে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়ের দেখা পেল উনাই এমেরির দল। পয়েন্ট টেবিলে নয়ে উঠে এলো ভিলা।

ভিলা পার্কে এদিন এগিয়ে ছিল বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সিটিজেনরা। ৫৩ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। আর ১৮টি শট স্বাগতিকমুখে রেখে লক্ষ্যে রাখতে পারেন ৪টি। দুটি বড় সুযোগ তৈরি হয়েছিল। অগত্যা কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ম্যানসিটি মুখে ৯টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রেখে একটি থেকে গোল আদায় করে এমেরির শিষ্যরা।

প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এমিরাটস স্টেডিয়ামে দলের হয়ে গোল করেন এবেরেচি এজে।

এদিন ম্যাচ ঘড়ির ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন ক্যাশ। কর্নার থেকে বল ওয়ান টু শটে এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দেওয়া হয়। ঝোপ বুঝে বলটি বক্সের খানিক বাইরে থাকা ক্যাশের কাছে পাঠান তিনি। সেখান থেকে গোল আদায় করেন পোলান্ড রাইট-ব্যাক। এটাই ম্যাচের একমাত্র গোল।

এদিন বেশ নজরে ছিলেন হলান্ড। নতুন একটা লক্ষ্য নিয়ে নেমেছিলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এর আগে  ২০১৮ সালের রিয়াল মাদ্রিদের হয়ে টানা গোলের রেকর্ড (টানা ১২ ম্যাচে গোল ২৪ গোল) করেছিলেন আল নাসরের ফরোয়ার্ড রোনালদো। এই ১২ ম্যাচে হলান্ড মোট গোল করেছেন ২৪টি। অ্যাস্টন ভিলার বিপক্ষে পর্তুগিজ তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তার। সেটি হলো না।

আজ খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি হলান্ড। ৯০ মিনিট মাঠে থেকে মোট গোলমুখে তিনটি শট নিতে পেরেছেন। ক্লিয়ান্সে ও হেড ক্লিয়ান্স করেছেন তিনটি। এরিয়াল ডুয়েল ও গ্রাউন্ড ডুয়েলে এগিয়ে থেকেও কাজের কাজ কিছুই করতে পারেননি।

 

Read more — খেলাধুলা
← Home