বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভর্তি আছেন হাসপাতালে। আজ বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যমে এক পোস্টে মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার।

হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে জান্নাতুল লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কিছুদিন ধরে জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ৩৯ বছর বয়সী ক্রিকেটার এখন সুস্থতার পথে বলে জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ থেকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন মাহমুদউল্লাহ। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলে ৪৭ রান করেছিলেন। এর আগে এপ্রিলে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আসন্ন বিপিএলেও খেলার কথা তাঁর।

 

বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হয় তাঁর। 

Read more — খেলাধুলা
← Home