বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

টেস্ট ক্রিকেটে ২৫ বছর, অন্যদের তুলনায় কোথায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
টেস্ট ক্রিকেটে ২৫ বছর, অন্যদের তুলনায় কোথায় বাংলাদেশ

১০ নভেম্বর ২০০০। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাজসাজ রব, সবার মাঝে উৎসবের আমেজ। ব্লেজার পরে সৌরভ গাঙ্গুলির সঙ্গে টস করতে নামলেন নাইমুর রহমান দুর্জয়। নতুন অধ্যায় শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের। সোমবার পূর্ণ হলো সেই পথচলার ২৫ বছর।

নানান চড়াই-উৎরাই পেরিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২৫ বছর পার করেছে বাংলাদেশ। ২৬তম বছরের প্রথম দিনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে তারা।

ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৪০০ রান করে সবাইকে একরকম তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। চমৎকার ব্যাটিংয়ে ১৪৫ রান করেছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর সাবেক অধিনায়ক হাবিবুল বাশার খেলেছিলেন ৭১ রানের ইনিংস।

শুরুর ওই ব্যাটিংয়ের আনন্দ বেশি দিন টেকেনি। কারণ দ্বিতীয় ইনিংসেই বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯০ রানে। ইতিহাসের প্রথম ম্যাচের দুই ইনিংসে বিপরীতমুখী এই চিত্র লম্বা সময় ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন।

অর্থাৎ লম্বা একটা সময় টেস্ট ম্যাচের যে কোনো এক ইনিংসেই শুধু ভালো করত বাংলাদেশ। পুরো চার ইনিংসে ধারাবাহিক ক্রিকেট খেলার কৌশল রপ্ত করতেই বাংলাদেশের লেগে যায় অনেক সময়। যে কারণে প্রথম ৪ বছর ও ৩৪ ম্যাচে ছিল না কোনো জয়।

অবশেষে ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে হওয়া নিজেদের ৩৫তম ম্যাচে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে লাল বলের ক্রিকেটে জয়ের অনির্বচনীয় স্বাদ পায় বাংলাদেশ। পরে ঢাকায় দ্বিতীয় টেস্ট ড্র করে প্রথম সিরিজ জয়েরও স্বাদ পায় বাশারের নেতৃত্বাধীন দল।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সিরিজের দুইটি টেস্টই জেতে বাংলাদেশ। যার সৌজন্যে পায় দেশের বাইরে প্রথম টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ। তবে ক্রিকেটারদের ধর্মঘটের কারণে সেই সিরিজটি মূলত দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছিল ক্যারিবিয়ানরা।

২০১৬ সালের অক্টোবর পর্যন্ত জিম্বাবুয়ে ও দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কারও বিপক্ষে জয় ছিল না বাংলাদেশের। ওই বছরই ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ।

২০১৭ সালে নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারায় তারা। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পায় নিজেদের ইতিহাসের সেরা জয়। ২০২২ সালে নিউ জিল্যান্ডে গিয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে আসে বাংলাদেশ। আর গত বছর পাকিস্তানকে তাদেরই মাঠে করে হোয়াইটওয়াশ।

গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বেশ উন্নতি করলেও সার্বিকভাবে এই ফরম্যাটে ভালো অবস্থায় নেই বাংলাদেশ। তাই তো প্রথম ২৫ বছরে খেলা ১৫৪ ম্যাচে জয় মাত্র ২৩টি। বিপরীতে তারা হেরেছে ১১২ ম্যাচ। অর্থাৎ গড়ে একটি জয়ের বিপরীতে পরাজয় ৫টি।

টেস্ট ক্রিকেটে প্রথম ২৫ বছরে জয়-পরাজয়ের অনুপাতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে শুধু জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ড। নিজেদের প্রথম ২৫ বছরে কোনো ম্যাচ জিততে পারেনি নিউ জিল্যান্ড। আর ১১ জয়ের বিপরীতে ৬৫ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে।

 

Read more — খেলাধুলা
← Home