বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

উড়তে থাকা সেনেগালকে থামিয়ে দিলো ব্রাজিল

সেনেগালের বিপক্ষে ব্রাজিলের এটি প্রথম জয়। আফ্রিকার দেশটির টানা ২৫ ম্যাচে অপরাজিত থাকার যাত্রাও ইতি টেনে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে সবশেষ ২০২৩ সালে প্রীতি ম্যাচে সেনেগালের কাছে হালি খেয়ে ৪-২ গোলে হেরেছিল তারা। ২০১৯ সালে হয়েছিল ১-১ গোলের ড্র। ত

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
উড়তে থাকা সেনেগালকে থামিয়ে দিলো ব্রাজিল

সবশেষ জাপানের বিপক্ষে হারের পর দলের সামর্থ্য নিয়ে আবারও প্রশ্ন তুলে নিন্দুকেরা। তবে এই ব্রাজিল যে বদলে যাওয়া এক দল সেটা আবার মাঠেই প্রমাণ দিল তারা। একের পর এক আক্রমণের ঢেউয়ে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে থাকেন ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা। জয়ের ব্যবধানটা হতে পারত আরো বড়। এরপরও এই ব্রাজিল দলকে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন সমর্থকরা।

এমিরেটস স্টেডিয়ামে আজ সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ এক পারফরম্যান্সই উপহার দিল ব্রাজিল। ঘরের মাঠে আফ্রিকার এই দেশটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলোত্তির দল। ব্রাজিলের আক্রমণভাগের ভরসার প্রতীক হয়ে যাওয়া এস্তেভাওয়ের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর  ব্যবধান বাড়ানো গোলটি আসে কাসেমিরোর পা থেকে।

সেনেগালের বিপক্ষে কেবল বল দখলের লড়াইয়েই পিছিয়ে ছিল ব্রাজিল। র‌্যাঙ্কিংয়ে ১৮ নম্বর দেশটির বিপক্ষে গোলের সুযোগ তৈরি, শট নেওয়া কিংবা গোলমুখে শট রাখায় দাপট ছিল সেলেসাওদেরই। ৪৮ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে ব্রাজিল। বিপরীতে ১১টি শট নেয় মাত্র একবারই লক্ষ্যে রাখতে পেরেছে সফরকারী দল।

ম্যাচের একেবারে শুরু থেকেই সেনেগালের রক্ষণভাগকে তটস্থ রাখে ব্রাজিল। ভিনিসিয়ুসদের নেওয়া কিছু শট গোলপোস্টের বাইরে, কিছু সেভ করেন সেনেগালের গোলকিপার। ২৮ মিনিটে সফলতা আসে চেলসির উইঙ্গার এস্তেভাওয়ের সৌজন্যে।

আক্রমণটা শুরু হয় কাসেমিরোকে দিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডারের পাস প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলায়, বল চলে যায় বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা এস্তেভাওয়ের কাছে। দৌড়ে এসে প্রথম ছোঁয়াতেই যে শটটা নিল, তা দারুণভাবে বাঁক খেয়ে জালের কোণায় গিয়ে জড়ায়।

মিনিট সাতেক পরই দ্বিতীয় গোল পেয়ে যায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি-কিক থেকে বল পান কাসেমিরো। সেনেগালের ডিফেন্ডাররা এই মিডফিল্ডারকে ঠিকঠাক মার্ক করে রাখতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে দুর্দন্ত এক বাঁকানো শটে জাল কাঁপান কাসেমিরো।

প্রথামারর্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। লক্ষ্যে রাখতে পারেনি দুই দলই। ৫১ মিনিটে ব্যবধান কমানোর দারুণ এক সুযোগ পেয়েছিল সেনেগাল। স্বাগতিকতের গোলকিপার এডারসনের ভুলে গোল পেতে পারত সফরকারীরা। তবে সেনেগালের এভার্টনের উইঙ্গার ইলিম্যান নদিয়ে ঠিকঠাক শটই নিতে ব্যর্থ হন।

দারুণ এই জয়ের পর আগামী ১৮ নভেম্বর তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল

Read more — খেলাধুলা
← Home