বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মোরছালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
মোরছালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

শুরুতেই রাকিব হাসানের পাস থেকে শেখ মোরছালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ। সেই লিড বাকি সময় ধরে রেখে ভারতের বিপক্ষে তারা পেয়ে গেল অবিস্মরণীয় এক জয়।

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ২২ বছর পর জিতল তারা।

এর আগে সবশেষ ২০০৩ সালের সাফ ফুটবলের সেমি-ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

এবারের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের এটি প্রথম জয়। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত।

ম্যাচের ১১তম মিনিটে পাল্টা আক্রমণে মোরছালিনই বল দিয়েছিলেন রাকিবকে। সেই বল ধরে বাম পাশ দিয়ে এগিয়ে যান রাকিব। ততক্ষণে দৌড়ে ডি-বক্সে চলে আসেন মোরছালিন।

পরে রাকিবের নিচু করে দেওয়া পাসে দুর্দান্ত বুদ্ধিমত্তায় পা ছুঁইয়ে বল জালে জড়ান নাম্বার সেভেন মোরছালিন। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল।

এরপর আর তেমন আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। তবে ভারত চেষ্টা করেছে গোল ফিরিয়ে দেওয়ার। কিন্তু হামজা চৌধুরির দুর্দান্ত প্রদর্শনীতে বারবার রক্ষা পেয়েছে বাংলাদেশ। 

Read more — খেলাধুলা
← Home