বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে পুল ‘এ’ থেকে রানার্স-আপ হয় বাংলাদেশ। চার ম্যাচে তিন জয়ে এটিই বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সফল অভিযান।

নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ণ
থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

কাবাডি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের ঐতিহাসিক যাত্রা আরও এগিয়ে নিতে চায় স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে লাল সবুজের মেয়েরা মুখোমুখি হবে অপরাজিত চাইনিজ তাইপের। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। সরাসরি দেখাবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।

চাইনিজ তাইপের শক্তিমত্তা স্বীকার করলেও আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ শাহনাজ পারভীন মালেকা, ‘চাইনিজ তাইপে শক্তিশালী দল। আমরাও সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করব এবং জয়ের লক্ষ্যেই নামব। উগান্ডা, জার্মানি ও থাইল্যান্ডকে হারিয়েছি— এটাই আমাদের আত্মবিশ্বাস।’

থাইল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দল আরও চাঙা হয়েছে বলেও জানান বাংলাদেশ কোচ, ‘মেয়েরা এখন আরও উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। তাঁরা আমাকে বলেছে, চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটা ডু অর ডাই। মেয়েরা সর্বোচ্চটা উজাড় করে দেবে।’

দলের অন্যতম সেরা রেইডার স্মৃতি আক্তার জানালেন স্বাগতিক হিসেবে খেলতে পারার অনুভূতি, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মাটিতে খেলা আর দেশের জন্য পদক নিশ্চিত করা— এর চেয়ে আনন্দ আর কী হতে পারে?’

অন্যদিকে, পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পুল ‘বি’ সেরা হয়ে সেমিফাইনালে এসেছে চাইনিজ তাইপে। দলটির অধিনায়ক ইয়াহান চুয়াং স্বাগতিকদের প্রশংসা করেও জানালেন প্রস্তুতির কথা, ‘বাংলাদেশের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত থাকব। তারা অভিজ্ঞ দল, তাই আমাদেরও সেরাটা দিতে হবে।’ স্বাগতিকদের বিপক্ষে খেলায় বাড়তি চাপ থাকার কথাও স্বীকার করেন তিনি, ‘হ্যাঁ, কিছুটা চাপ আছে, কারণ বাংলাদেশ আয়োজক। তবে আমরা শুধু ম্যাচেই মনোযোগ দেব।’

টানা পাঁচ জয়ে বাড়তি আত্মবিশ্বাসের কথাও জানান চুয়াং, ‘এটি আমাদের টুর্নামেন্টে পঞ্চম জয়। আমরা এখন আরও আত্মবিশ্বাসী।’

আজ বাংলাদেশের পক্ষে থাকবে স্বাগতিক সমর্থকদের সমর্থন। বিপরীতে শৃঙ্খলা, নির্ভুলতা ও ধারাবাহিকতা নিয়ে প্রস্তুত চাইনিজ তাইপে। তাই সেমিফাইনালটি রোমাঞ্চকর এক দ্বৈরথেরই আভাস দিচ্ছে। বাংলাদেশের মেয়েদের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ, আর তাইপের সামনে তাদের অপরাজিত যাত্রা ধরে রাখার চ্যালেঞ্জ।

গতবারের চ্যাম্পিয়ন ভারত ও রানার্স-আপ ইরান দিনের প্রথম সেমিফাইনালে একে অপরকে মোকাবিলা করবে। 

Read more — খেলাধুলা
← Home