বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মেসির গোল–অ্যাসিস্টে ফাইনালে ইন্টার মায়ামি

নিজস্ব প্রতিবেদক ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
মেসির গোল–অ্যাসিস্টে ফাইনালে ইন্টার মায়ামি

চোট কাটিয়ে মাঠে ফেরাটা যেন রূপকথার মতো করেই সাজালেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর এক গোল ও এক সহায়তায় মেজার লিগ সকারে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে।

চেজ স্টেডিয়ামে ম্যাচে প্রথমে এগিয়ে যায় মায়ামি। ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন জর্দি আলবা। তবে বিরতির পরই গ্যালাক্সি ফিরে আসে সমতায়। ৬১ মিনিটে জোসেফ পেইন্টসিলের চমৎকার একক প্রচেষ্টায় গোল হজম করে মায়ামি।

তবে ৮৪ মিনিটে আসে সেই মুহূর্ত, যার অপেক্ষায় ছিলেন ভক্তরা। রদ্রিগো দি পলের পাস থেকে বক্সের বাইরে থেকে মাপা এক শটে জাল খুঁজে নেন মেসি। ধারাভাষ্যকারদের কণ্ঠে ভেসে আসে—‘ম্যাজিক্যাল মেসি’! তাতে ২-১ গোলে এগিয়ে যায় মায়ামি।

পাঁচ মিনিট পরই মেসির চোখধাঁধানো ব্যাকহিল পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে প্রথমবারের মতো ‘রানিং প্লে’ থেকে গোলের দেখা পেলেন উরুগুইয়ান তারকা।

পুরো ম্যাচে ২৯টি শট নিয়েছিল মায়ামি, তবে লক্ষ্যে ছিল মাত্র আটটি। তবে বল দখলে এগিয়ে ছিল গ্যালাক্সি (৫৪ শতাংশ)। তবু মেসির উপস্থিতিই বদলে দেয় দৃশ্যপট।

এই জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে আছে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির সংগ্রহ ৫২ পয়েন্ট, যদিও তারা খেলেছে তিন ম্যাচ বেশি। অন্যদিকে গতবারের এমএলএস কাপ জয়ী গ্যালাক্সি ওয়েস্টার্ন কনফারেন্সে বেশ ভুগছে; টানা চার ম্যাচ ধরে জয়ের দেখা নেই তাদের, ২৪ ম্যাচে পয়েন্ট ৪০।

Read more — খেলাধুলা
← Home