বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

লজ্জার হোয়াইটওয়াশের পথে ভারত, ইতিহাসের অপেক্ষায় দ.আফ্রিকা

এখন থেকে ঠিক ২৬ বছর আগে ১৯৯৯ সালে, ভারতীয় দলকে তাদের মাঠে প্রথম হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন সেই দল দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায়।

নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
 লজ্জার  হোয়াইটওয়াশের পথে ভারত, ইতিহাসের অপেক্ষায় দ.আফ্রিকা

ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ঋভষ পন্থের নেতৃত্বাধীন দলকে মগজধোলাই করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের ইতিহাস গড়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয়বার এমন হয়েছে গত বছর। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

নিউজিল্যান্ড সিরিজেও ভারতীয় দলের কোচ ছিলেন গম্ভীর। এছাড়া ১৯৭৯ সালে ইংল্যান্ডের কাছে ‘গোল্ডেন জুবিলি’ টেস্ট হেরেছিল ভারত। তবে সেবার একটি মাত্র টেস্ট হওয়ায় পূর্ণাঙ্গ সিরিজ হিসাবে ধরা হয় না।

গুয়াহাটিতে হারলে ঘরের মাঠে টেস্ট সিরিজে তৃতীয়বার হোয়াইটওয়াশ হবে ভারতীয় দল। বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ভারতকে ভারতের মাটিতেই হোয়াইটওয়াশ করার নজির গড়বে। ভারতীয় দলের সঙ্গে লজ্জায় পড়বেন কোচ গম্ভীরও। কারণ তার জমানাতেই ভারতকে ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ভারতকে দুই ইনিংসে ৯৩ ও ১৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে দাপটের সাথে জয় লাভ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে চলমান টেস্টে ঘুরে দাঁড়াতে হতো ভারতীয় দলকে। কিন্তু ইডেন গার্ডেন্সের মতো গুয়াহাটি টেস্টেও ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলের করুণ অবস্থা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে মার্কো ইয়ানসেনের গতি আর সায়মন হারমারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০১ রানেই অলআউট হয় ভারত।

Read more — খেলাধুলা
← Home