বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নারীদের নিয়ে এবার বিপিএল আয়োজনের ঘোষণা দিলো বিসিবি সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক ৩০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ণ
নারীদের নিয়ে এবার  বিপিএল আয়োজনের ঘোষণা দিলো বিসিবি সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল

২০১২ সাল থেকে ছেলে ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার নারী ক্রিকেটারদের নিয়েও বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।

আজ রোববার হোটেল রেডিসনে বিপিএলের নিলাম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্যে নারীদের নিয়ে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

এমন প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি।

সবাইকে স্বাগত জানিয়ে আমিনুল আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী ৫ বছরও থাকবে। ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের জন্যও বিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজ নিজ বিভাগে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন আমিনুল। তিন ভেন্যুতেই দর্শকদের আকৃষ্ট করতে জার্সি উপহার দেওয়ার পরামর্শও দিয়েছেন। এবার যেন বিপিএল স্বচ্ছ হয়, সেই অনুরোধ জানিয়েছেন আমিনুল।

 

Read more — খেলাধুলা
← Home