বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিদের বিশ্বকাপে নিতে পারবেন না আনচেলত্তি

ব্রাজিলিয়ান স্পোর্টস প্রোগ্রাম ‘এসপোর্তে রেকর্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিজের এই কঠোর অবস্থানের কথায়,তিনি স্পষ্ট করেন। দলের স্বার্থে আনফিট কোনো খেলোয়াড়কে তিনি বোঝা হিসেবে বয়ে বেড়াবেন না।

নিজস্ব প্রতিবেদক ২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ণ
শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিদের বিশ্বকাপে নিতে পারবেন না আনচেলত্তি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কঠোর বার্তা দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড জানিয়ে দিয়েছেন, তার দলে তারকাখ্যাতির চেয়ে ফিটনেসই আসল। নেইমার কিংবা ভিনিসিয়ুসের মতো তারকারা যদি শতভাগ ফিট না থাকেন, তবে তাদের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে না।

আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক উচ্চমানের ফুটবলার আছে। আমাকে তাদের মধ্য থেকে সেই খেলোয়াড়দেরই বেছে নিতে হবে, যারা ১০০ ভাগ প্রস্তুত। এটা শুধু নেইমারের ব্যাপার নয়, ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়ুস যদি ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে আমি এমন খেলোয়াড়কে ডাকব যে ১০০ শতাংশ প্রস্তুত।’

ব্রাজিলের আক্রমণভাগের গভীরতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল, বিশেষ করে আক্রমণভাগে আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তাই ফিটনেসে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

২০২৩ সালের অক্টোবরে এসিএল চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরে চোট নিয়ে খেলেই সান্তোসকে লিগ অবনমন থেকে রক্ষা করেছেন। নেইমারের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই আনচেলত্তির, তবে তার ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ।

নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘সে অসাধারণ এক প্রতিভা। তার দুর্ভাগ্য যে সে বারবার চোটে পড়ে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না। তবে প্রতিভার বিচারে সে দলের বাকিদের চেয়ে আলাদা।’

Read more — খেলাধুলা
← Home