বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

এক বছরে ছয় শিরোপা জিতে ইতিহাস গড়লো পিএসজি

নিজস্ব প্রতিবেদক ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
এক বছরে ছয় শিরোপা জিতে ইতিহাস গড়লো পিএসজি

জানুয়ারির প্রথম সপ্তাহে ফরাসি সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বছরের মাঝামাঝি এসে ফরাসি কাপ, লিগ আঁ এবং প্রথমবারের মতো জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ। ট্রেবল জয়ের কীর্তি। ফরাসি ক্লাবটি এরপর ঘরে তোলে উয়েফা সুপার কাপ।  সবশেষ বুধবার জিতেছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি।

কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেংগোকে ২-১ গোলে হারিয়ে ২০২৫ সালে ষষ্ঠ ট্রফি জয়ের কীর্তি গড়েছে পিএসজি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক বছরে ছয়টি শিরোপা জয় করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

এই বছরে পিএসজির শোকেসে ট্রফির সংখ্যা সাতটি হতে পারত। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েছিল তারা। ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলের পরাজয়ে ভাঙে তাদের সেই স্বপ্ন।

ক্লাব বিশ্বকাপ জিততে না পারলেও পিএসজির ছয় ট্রফি জয়কে অবিশ্বাস্য বলছেন দলটির কোচ লুইস এনরিকে, ‘এই শিরোপা জিততে পারা দারুণ। আবারও আমরা আমাদের মান দেখিয়েছি, যেমনটা আমরা সারা বছর দেখিয়ে এসেছি। বড়দিনের আগে ফরাসি কাপের একটি ম্যাচ আছে। আমাদের লক্ষ্য থাকবে একইরকম; ম্যাচ জেতা এবং ভালো ফুটবল খেলা। ছয়টি শিরোপা জয়। খারাপ নয়। আমাদের জয়ের ধারা বজায় রাখতে হবে এবং ইতিহাস গড়তে হবে।’

গত মঙ্গলবার জিতেছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার ২৪ ঘণ্টা পর মাঠে নামেন উসমান দেম্বেলে। টাইব্রেকারে শট উড়িয়ে মেরে হতাশা বাড়ান তিনি। তবে তাঁর এবং দলের হতাশা মুহূর্তেই মুছে দিলেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনোভ। ফ্ল্যামেংগোর টানা চারটি পেনাল্টি শট ঠেকিয়ে পিএসজিকে ষষ্ঠ শিরোপা এনে দেওয়ার নায়ক গোলরক্ষক সাফোনোভ। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে নিষ্পত্তি হয় শিরোপা।

টাইব্রেকারে পিএসজির হয়ে প্রথম গোল করা ভিথিনহা জানতেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেংগো তাদের কঠিন পরীক্ষায় ফেলবেন। সেভাবে নিজেরাও প্রস্তুত হয়েছেন বলে ম্যাচ শেষে জানান তিনি, ‘ফ্ল্যামেংগো অসাধারণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা প্রশংসা পাওয়ার যোগ্য। কারণ তারাও আমাদের মতো জিততে চেয়েছে। ম্যাচে আমরা শতভাগ মেলে ধরেছি। সত্যি বলতে কী আমরা খুব করে চেয়েছি এই ট্রফিটা জিততে। শেষ পর্যন্ত জিতেছি, সেটি শুট আউটের মাধ্যমে। যদিও আমরা নির্ধারিত সময়েই জিততে চেয়েছি। অপ্রত্যাশিতভাবে তা করতে পারিনি।

Read more — খেলাধুলা
← Home